ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ফুটবল

মাঠে সুইজারল্যান্ড ও ইকুয়েডর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, জুন ১৫, ২০১৪
মাঠে সুইজারল্যান্ড ও ইকুয়েডর

ঢাকা: বিশ্বকাপ ফুটবলের এবারে আসরের ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে খেলতে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নেমেছে সুইজারল্যান্ড ও ইকুয়েডর। ব্রাসিলিয়ার ‘এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে’ এ লড়াইয়ে নেমেছে তারা।



দলকে জয়ী করার জন্য মাঠে নেমেছেন সুইজারল্যান্ডের পক্ষে- দিয়েগো বেনাগলিও (১), স্টেফান লিচটেইনার (২), স্টিভ ভন বারজেন (৫), জোয়েখান ইনলার (৮), গ্রানিট ঝাকা (১০), ভ্যালন বেহরামি (১১), রিকার্ডো রড্রিগুয়েজ (১৩),  ভ্যালেন্টিন স্টকার (১৪), জোসিপ ডারমিক (১৯), জোহান দিউরু (২০) ও জেরডান শাকিরি (২৩)।

দলটির তত্ত্বাবধানে রয়েছেন ওটমার হিটজফ্লেড (জার্মানি)।

অপরদিকে ইকুয়েডরের পক্ষে লড়াইয়ে নেমেছেন- আলেক্সান্ডার ডোমিনগুয়েজ (২২), জর্জ গুয়াগুয়া (২), ফ্রিকসন এরাজো (৩), হুয়ান কার্লোস প্যারেডস (৪), ক্রিস্টিয়ান নবোয়া (৬), জেফারসন মন্টেরো (৭), ওয়াল্টার আইওভি (১০), ফেলিপ কেইসেডো (১১), ইনার ভ্যালেন্সিয়া (১৩), এন্টোনিও ভ্যালেন্সিয়া (১৬) ও কার্লোস গুয়েজো (২৩)।

দলটির কোচের দায়িত্বে রয়েছেন রুয়েডা রেইনালডো (কলম্বিয়া)।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।