ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

এবারের দ্রুততম গোল যুক্তরাষ্ট্রের ডাম্পসির

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৯, জুন ১৭, ২০১৪
এবারের দ্রুততম গোল যুক্তরাষ্ট্রের ডাম্পসির ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্লিন্ট ‍ডাম্পসি। ঘানার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৩১ সেকেন্ডের মাথায়ই প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।



সতীর্থ জার্মেইন জোনসের পাসে ডি বক্সের বাম পার্শ্ব থেকে বাম পায়ের শটে প্রতিপক্ষের গোলপোস্টের ডান কোণের নিচ দিয়ে বল জালে জড়ান ডাম্পসি।
 
ডাম্পসির এ গোল ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পঞ্চম দ্রুততম গোল। সবচেয়ে দ্রুততম গোলটি করেন তুরস্কের হাকান সুকুর। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়ান ওই তরুণ তুর্কি।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টায় নাতালের এস্তাদিও দাস দুনাস স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। দু’দলের তৃতীয়বারের এ সাক্ষাতের আগে দু’টি ম্যাচেই ২-১ গোলে জয় পায় ঘানা।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।