ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারে আস্থা রাখা ঠিক হবে না

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
নেইমারে আস্থা রাখা ঠিক হবে না

ঢাকা: ২২ বছর বয়সী ‘ছোকড়া’র (নেইমার) ওপর ব্রাজিলের আস্থা রাখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ৮৬’র বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।

তিনি বলেন, মেক্সিকোর বিপক্ষে নেইমার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তার (নেইমার) ওপর ব্রাজিলের এত বেশি আস্থা রাখা ঠিক হবে না।

ম্যারাডোনা আরও বলেন, ব্রাজিলের জন্য ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ এনে দিতে তার ওপর ব্রাজিলবাসীর ব্যাপক আশা। কিন্তু মেক্সিকোর বিপক্ষে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে নেইমার।

ম্যারাডোনা বলেন, ব্রাজিলকে বিশ্বকাপ দৌঁড়ে টিকে থাকতে আরও প্রতিভাবান খেলোয়াড়ের প্রয়োজন। পরবর্তী রাউন্ডে উঠতে হলে ব্রাজিলের আরও একটি নিশ্চিত জয়ের প্রয়োজন ছিল। কিন্তু সেদিন মেক্সিকোর গোলকিপার ওচোয়া ব্রাজিলের বিপক্ষে একাই দাঁড়ায়।

এসময় তিনি হাল্কের স্থলে ‍নামা রেমিরেসের সমালোচনা করে বলেন, চেলসির এ খেলোয়াড়কে আরও নিয়মানুবর্তী হতে হবে।

বিশ্বকাপের ২০তম আসরে প্রথম ম্যাচে ৩-১ গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করে ব্রাজিল। ওই ম্যাচে দলকে দুই গোল উপহার দেন নেইমার। তবে দ্বিতীয় ম্যাচে নেইমারের অনেক চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেদিনের হিরো বনে যান মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।