ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিদের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কুইরোজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ২০, ২০১৪
মেসিদের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কুইরোজ লিওনেল মেসি

ঢাকা: আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে আটকাতে ছক কষতে শুরু করেছেন ইরানের কোচ কার্লোস কুইরোজ। ২১ জুন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কুইরোজ শিষ্যরা।



কুইরোজ বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। এটা ইরানের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় একটি ম্যাচ। এই ম্যাচকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ’

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে একটি গোল করা মেসির খেলা দেখে কুইরোজের মনে হয়েছে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে আটকাতে বেশ বেগই পেতে হতে পারে। পর্তুগালের সাবেক এই কোচ মেসি সম্পর্কে বলেন, ‘মেসি ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়, যদি সে মানব হয়। ’

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কুইরোজ আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়দের নিয়েও চিন্তিত। তিনি বলেন, ‘আর্জেন্টিনার অন্যসব খেলোয়াড় যেমন ডি মারিয়া, গনজালো হিগুইন, জাভিয়ের মাসচেরানো তারাও বিশ্বের সেরা ফুটবলার। ’

ইরান এর আগে মাদ্রিদে আর্জেন্টিনার বিপক্ষে ১৯৭৭ সালে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেখানে তারা ১-১ গোলে ড্র করেছিল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, ২০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।