ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

তোরে সহোদর অনুজের মৃত্যু

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জুন ২০, ২০১৪
তোরে সহোদর অনুজের মৃত্যু

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপে আইভোরি কোস্টের হয়ে খেলা দুই ভাই ইয়াইয়া তোরে এবং কলো তোরের ছোট ভাই ইব্রাহিম তোরে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।



আইভোরি কোস্ট ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়। তাদের ফুটবল ফেডারেশন থেকে বলা হয়, ‘এই মৃত্যুর সংবাদে ফেডারেশন ইয়াইয়া এবং কলোকে সমবেদনা জানাচ্ছে। ব্রাজিলে অবস্থানরত জাতীয় দলের পক্ষ থেকে তাদের পরিবারকেও সমবেদনা জানাচ্ছে। ’

১৯ জুন ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইব্রাহিম তোরে মারা যান। এদিন তার দুই ভাই কলম্বিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে খেলছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, ২০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।