ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মেসি-নেইমারদের ছাড়িয়ে রদ্রিগেজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৫, জুন ২৯, ২০১৪
মেসি-নেইমারদের ছাড়িয়ে রদ্রিগেজ ছবি: সংগৃহীত

ঢাকা: মেসি, নেইমার ও ‍মুলারদের ছাড়িয়ে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের সর্বোচ্চ পাঁচ গোলদাতার আসনে বসলেন কলম্বিয়ান মিডফিল্ডার জেমস রদ্রিগেজ।

শনিবার রাতে রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে পরপর দুই গোল করে প্রাপ্তির খাতায় এ সাফল্য যোগ করেন তিনি।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচে রদ্রিগেজ তিনটি গোল করেছিলেন।

কলম্বিয়ান এ তারকার পেছনে চারটি গোল করে গোল্ডেন বুট জেতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন বিস্ময়বালক লিওনেল মেসি, ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার ও জার্মান তারকা থমাস মুলার।

এদের পরপরই তিন গোল করে আসরের সেরা হওয়া দৌঁড়ে এগিয়ে আছেন ফরাসি তারকা করিম বেনজেমা, ডাচ তারকা রবিন ফন পার্সি ও অ্যারিয়েন রোবেন এবং সুইজারল্যান্ডের হ্যাটট্রিকম্যান জেরদান শাকিরি।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।