ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

উরুগুয়েকে মাঠের বাইরেও লড়তে হয়েছে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জুন ২৯, ২০১৪
উরুগুয়েকে মাঠের বাইরেও লড়তে হয়েছে

ঢাকা: বিশ্বকাপের গ্রুপ অব ডেথে কঠিন সব প্রতিপক্ষকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়ার সাথে ২-০ গোলে হেরে বিদায় নিতে হল লাতিন আমেরিকার অন্যতম শক্তি উরুগুয়েকে।

বিশ্বকাপে বড় দলের তকমা নিয়ে আসা সুয়ারেজ-ফোরলানদের এমন বিদায় দলের কেউ মানতে পারছেন না।

খোদ দলের অন্যতম মিডফিল্ডার আরেভালো বলেছেন, কোন জাতিই চায়নি উরুগুয়ে বিশ্বকাপে টিকে থাক।

উরুগুয়ের এক টিভি দেয়া সাক্ষাতকারে আরেভালো ইতালির ডিফেন্ডারকে কামড় দেওয়ার কারণে দলের সেরা খেলোয়াড় সুয়ারেজের চার মাসের নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করে বলেন, উরুগুয়ে একটা বির্তকিত টুর্নামেন্ট শেষ করল। আমাদের মাঠে সেরা খেলাটার সাথে বাইরের সাথেও লড়াই করতে হয়েছে।

আমরা সবচেয়ে শক্তিশালী গ্রুপের বাধা টপকিয়েই শেষ ষোলর লড়াইয়ে ছিলাম। গ্রুপ পর্বে বড় দুই দলকে হারিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করেছিলাম। তবে আমাদের উদ্দেশ্যমূলকভাবে বিদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ২৯ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।