ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

কালোবাজারির দায়ে ফিফা কর্মকর্তা গ্রেফতার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, জুলাই ১১, ২০১৪
কালোবাজারির দায়ে ফিফা কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: কালোবাজারে বিশ্বকাপের টিকেট বিক্রির অভিযোগে ফিফা কর্মকর্তা রে উইলানকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকেই পলাতক ছিলেন তিনি।



বৃহস্পতিবার রিও ডি জেনেরিও থেকে ব্রাজিলিয়ান পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন এই ব্রিটিশ বিচারকদের কাছে তার দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

ব্রাজিলিয়ান পুলিশ প্রধান ফ্যাবিও বারোকে সংবাদ মাধ্যমকে বলেন, উইলান পলাতক ছিলেন।

তিনি জানান, আন্তর্জাতিক এই চক্রটি প্রতি ম্যাচে ৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। যা দিয়ে চারটি বিশ্বকাপ আওয়োজন করা সম্ভব হবে।

ধারণা করা হচ্ছে, অবৈধভাবে ভিআইপি ও হসপিটালিটি পাসের টিকেটগুলো কালোবাজারে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে আন্তর্জাতিক চক্রটি।

৬৪ বছর বয়সী উইলেন ফিফার হেড অব ম্যাচ হসপিটালিটি সোমবার রিও ডি জেনেরিও’র কোপাকাবানা প্যালেস থেকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ।

টিকেট কালোবাজারির অভিযোগে গত সপ্তাহে ১১জনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।