ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টেনিস বল আর নাভাসের গোলরক্ষা (ভিডিও সহ)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
টেনিস বল আর নাভাসের গোলরক্ষা (ভিডিও সহ)

ঢাকা: এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে ‘গোলের বিশ্বকাপ’। আবার এটাও বলা হচ্ছে ‘গোলরক্ষকদের বিশ্বকাপ’।

বিশ্বমঞ্চে তারকাসব খেলোয়াড়রা যে হারে প্রতিপক্ষের জালে বল জড়াচ্ছেন, ঠিক সে হারেই গোলরক্ষকরা নিজেদের জাল রক্ষা করছেন চীনের প্রাচীর হয়ে।

চলতি বিশ্বকাপে ‘ডেথ গ্রুপ’ খ্যাত ইংল্যান্ড, উরুগুয়ে, ইতালির সঙ্গে লড়েছে কোস্টারিকা। নিজেদের প্রমান করেই তারা উঠেছিল নক আউট পর্বে। প্রতিপক্ষ গ্রিসের বিপক্ষে পেনাল্টি শুট আউটের বিনিময়ে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

গ্রিসের বিপক্ষে টাইব্রেকে অসাধারণ দক্ষতা দেখান কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস। টাইব্রেকে ৫-৩ ব্যাবধান নিয়ে জয় পায় তারা। নাভাসের এ দক্ষতার পিছনে হয়তো লুকিয়ে ছিল টেনিস বল দিয়ে গোল আটকানোর গোপনীয়তা।

প্রতিপক্ষকে গোল বঞ্চিত করতে তিনি টেনিস বল দিয়ে অনুশীলন করেন। আর তার অনুশীলনে সাহায্য করেন স্প্যানিস ৩৩ নম্বর টেনিস খেলোয়াড় পাবলো আনদুজার। দেখুন তাদের অনুশীলনের সেই ভিডিওটি।



বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ৩ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।