ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাম তার নেইমার ।। ফরহাদ টিটো ।।

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
নাম তার নেইমার ।। ফরহাদ টিটো ।। ছবি: সংগৃহীত

কলম্বিয়া যদি হারে আজ, দুই-তিন গোলও খায়-কি এমন হবে তাদের?
 
অবশ্যই খারাপ লাগবে। দুঃখ পাবে পুরো দেশ।

কিন্তু মান হানি তো হবেনা। সারা ফুটবল বিশ্বওতো কান্নাকাটি শুরু করে দেবেনা। এবারের বিশ্বকাপও তো এতটুকু রঙ হারাবেনা। থেমে যাবেনা ফিফা'র বাণিজ্যও।
 
আর ব্রাজিল যদি হেরে যায় ১ গোলেও ,এমনকি টাইব্রেকারে...অনেক ক্ষতি হয়ে যাবে ব্রাজিলের। ধাক্কা লাগবে তাদের ঐতিহ্যে। প্রশ্নবিদ্ধ হবে তাদের বর্তমান। বিশ্বের অনেক কোটি মানুষ মুখ ফিরিয়ে নেবে এই বিশ্বকাপ থেকে। খেলা চলবে আরো পাঁচদিন, শুধু বাড়িতে-গাড়িতে উড়বেনা অসংখ্য হলুদ-সবুজ পতাকা। গ্যালারিও উপচে পড়বেনা আগের মতো। মোটকথা, অনেকটাই সৌন্দর্য হারাবে ২০১৪ বিশ্বকাপ।
  
তাই বলে কলম্বিয়াতো হারার জন্য মাঠে নামছেনা আজ। জিততে তো ওরাও চাইবে। খেলে ফেলতে চাইবে তাদের সেরা খেলা। করে দেখাতে চাইবে জীবনে যা পারেনি তা। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে সেমিফাইনালের স্বাদটাও নিতে চাইবে তারা। প্রতিপক্ষ ব্রজিলকে গত ২৩ বছরে একবারও না হারাতে পারার কষ্টটাও ভুলতে চাইবে তারা।
   
আসলে কলম্বিয়ার মতো দলের জন্য পুরো সফরটাই ছিলো স্বপ্নের মতো। যথেষ্ট ভাল খেলে সেরা ১৬য় জায়গা করে নিয়েছিলো তারা। প্রি-কোয়ার্টারে, অনেকেই বলছেন, ফলাফল বিচারে ওরাই ছিলো সেরা দল। আমি অবশ্য একমত না এই কথার সঙ্গে। কারন সুয়ারেজকে হারিয়ে শক্তির দিক থেকে এবং মানসিকভাবে ভেঙে পড়া উরুগুয়ের বিরুদ্ধে ওদের ২-০ গোলের জয়কে আমি সেরা পারফরম্যান্স বলতে রাজি না।
   
যদিও হামেস (জেইমস ) নামের ঐ তুখোড় কলম্বিয়ান স্ট্রাইকার ৫ গোল পকেটে নিয়ে মাঠে নামবেন আজ। গোল সংখ্যায় হামেস তো মেসি ,নেইমারের চে'ও এগিয়ে।
   
হামেসের মতো সুইজারল্যান্ডের শাকিরিকে নিয়েও অনেক কথা বলেছিলো অনেকে। আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড খেলতে নামার আগে। শেষ পর্যন্ত শাকিরি ভালো খেললেও তা পারেননি যা পেরেছেন মেসি বা  ডি মারিয়া।
   
এই কথা বলার মানে হচ্ছে আজ ব্রাজিলের হয়ে মাঠে নামবেন নেইমার। নেইমার দা সিলভা জুনিয়র। আমার ধারনা আজকের খেলায় আবার জ্বলে উঠবেন নেইমার প্রথম তিন খেলার মতো। ব্রাজিল যদি সহজে বা কষ্ট করেও জিততে চায়, ফর্মের তুঙ্গে থাকতে হবে নেইমারকে। চিলির সঙ্গে গোল না পাওয়া ( পেনাল্টি গোল বাদে), হাঁটুতে ব্যথা পাওয়া নেইমার বেশ লম্বা একটা সময় বিশ্রাম পেয়েছেন। চিকিৎসা শুশ্রষাও পেয়েছেন পর্যাপ্ত। মিডিয়ার মাধ্যমে খবর আসছে ফুরফুরে মেজাজে আছেন নেইমার।
    
আগের খেলায় প্রচর রাফচার্জ আর ফাউলের শিকার হয়েছিলেন ব্রাজিলের এই মুল ভরসা। এমন তো আজও হতে পারে। কলম্বিয়া কি নামবেনা 'নেইমার ঠেকাও' অভিযানে। তবে কতক্ষন? এমনিতেই এক পজিশনে খেলেননা নেইমার। আক্রমন ভাগের এমাথা থেকে ওমাথা, মাঝমাঠ, সর্বত্রই চলতে থাকে তার মুভমেন্ট। গত খেলায় অনবরত মার খাওয়ার অভিজ্ঞতা এত তাড়াতাড়ি ভুলেওতো যাওয়ার কথা না তার। একই সাথে আগের খেলায় ১২০ মিনিট গোল করতে না পারায় একটা গোলক্ষুধা তো থাকছেই। আজ তা পুষিয়ে দেবার পালা।
     
নেইমারকে যে টার্গেট করা হবে এটাতো ব্রাজিল দলও জানে। স্কোলারিতো জানেনই। সুতরাং 'সাপও মারবো লাঠিও ভাংবোনা' এমন চিন্তাই করবেন তিনি। সে কারনে নিশ্চয় ফ্রেড, হাল্ক, ফারনান্দিনিও'র কাজ বাড়িয়ে নেইমারকে 'নিরাপদে' রেখে কাজ আদায় করে নেয়ার বিশেষ কোনো ফন্দি বা  কৌশল আঁটবেন স্কোলারি।
     
এমনিতেই 'ভাল খেলছেনা - ভালো খেলছেনা ' শুনতে শুনতে এতদুর এগিয়ে এসেছে ব্রাজিল, ভালো খেলাটা কি তবে শুরু হবে আজই ? নাকি কলম্বিয়াকে নিজেদের চেয়ে ভালো খেলার সুযোগ দিয়ে সর্বনাশ ডেকে আনবে তারা?
      
ব্রাজিলের মতো দল স্বপ্ন দেখা শুরু করে যে জায়গায়, সে জায়গায় স্বপ্ন শেষ হয় কলম্বিয়ার মতো দলের। কোয়ার্টার ফাইনালে উঠলে বড় দলের অংক শুরু হয়ে যায় সেমিফাইনাল,ফাইনাল নিয়ে, এই পর্যায়ে এসে মাঝারি বা ছোট দল ভাবতে শুরু করে যতদূর এসেছি- অনেক। জিততে পারলে জিতবো, না পারলে নাই। হেরে গেলে সব শেষ হয়ে যাবেনা আমাদের। কিন্তু দলের নাম যদি হয় ব্রাজিল, আর্জেন্টিনা বা ইতালি, ফ্রান্স - এই জায়গায় এসে সমস্ত টেকনিক, ট্যাকটিক আর অভিজ্ঞতাকে কাজে লাগায় তারা। সে কারনে বেশিরভাগ দিন জিতেও যায় তারা অপেক্ষাকৃত কম শক্তির দলের সঙ্গে। ব্রাজিলের কাছে কলম্বিয়া তেমনই একটা দল । তবু আপসেট তো হতেই পারে। জিততে পারে কলম্বিয়াও।
      
তবে আমাকে যদি দশবার জিজ্ঞেস করেন কে জিতবে- সাতবারই  বলবো ব্রাজিল।

Farhad_tito
বাংলাদেশের ‍আধুনিক স্পোর্টস সাংবাদিকতার পথিকৃৎ মনে করা হয় তাকে। বর্তমানে কানাডার মন্ট্রিয়লে থাকেন। তবে এখনও স্পোর্টস এবং লেখালেখি তার হ্রদস্পন্দনের ‍সাথেই যেনো মিশে আছে। বিশ্বকাপ ফুটবলের এবারের আয়োজনে ফরহাদ টিটো লিখছেন বাংলানিউজের পাঠকদের জন্য।

** দুঃখিত, আবারও শিরোনাম 'মেসি'!
** মেসি'র গোল... আর্জেন্টিনার জয়?
** ছয় মিনিটের ঝড়ে মেক্সিকো শেষ!
** জয়টাই বড় কথা
** হারলেই সব শেষ !
** চাপে নেই আর্জেন্টিনা, তবে...
** নেইমার... নেইমার! ক্যামেরুন ছারখার
** আবারও শেষ মুহূর্তের গোল!
** মেসি-ই পারেন !
** আজ আর্জেন্টিনার জ্বলে ওঠার দিন
** ওচোয়া-বিদ্ধ ব্রাজিল !
** নিজের খোঁড়া কবরেই সমাধি বাংলাদেশের!
** আবার ব্রাজিল, আবারো বাংলাদেশ
** লিওনেল মেসি, ম্যান উইথ অ্যা প্ল্যান
** দিনে সাকিব রাতে মেসি
** দোস সান্তোসের দুঃসহ দিন
** নেইমার-ওস্কার শো
** বত্রিশের চক্করে বিশ্বকাপ
** বিশ্বকাপে বাংলানিউজে লিখছেন ফরহাদ টিটো

আজ আর্জেন্টিনার জ্বলে ওঠার দিন

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।