ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার ঠেকাতে পুরো একাদশ প্রয়োজন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
নেইমার ঠেকাতে পুরো একাদশ প্রয়োজন

ঢাকা: কলম্বিয়ার ডিফেন্ডার পাবলো আরমেরো বলেছেন, একাদশের প্রত্যেক খেলোয়াড়কে একত্রিত করেই নেইমারকে আটকাতে হবে। কোয়‍ার্টার ফাইনালের ম্যাচটিতে তাকে আটকাতে না পারলে কলম্বিয়াকে চরম মূল্য দিতে হবে।



কলম্বিয়ার খেলোয়াড় আরমেরো মনে করেন, ফোর্তালেজায় কলম্বিয়ার মুখোমুখি গুরুত্বপূর্ণ এ ম্যাচে আরও একবার ব্রাজিল দল তাকিয়ে থাকবে নেইমারের দিকে। কিন্তু নেইমারকে হতাশায় ডুবিয়ে জয় ছিনিয়ে নেওয়ার স‍ামর্থ কলম্বিয়ার আছে বলেও মনে করেন আরমেরো।

তিনি বলেন, ‘নেইমার-হুমকি’ রুখতে হলে দলের প্রত্যেকটি খেলেয়াড়েরই তাকে মার্কিংয়ে সহযোগিতা করতে হবে।   আমাদের একত্রিত থাকতে হবে এবং পুরো ম্যাচে মনোসংযোগ ধরে রাখতে হবে।

আরমেরো নিজ দল কলম্বিয়া প্রসঙ্গে বলেন, আমরা সঙ্ঘবদ্ধ দল এবং আমরা জানি যখন আমরা সঙ্ঘবদ্ধ হয়ে খেলি তখন আমরা জয়ী হই।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।