ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর ১৪ গোলেই নতুন রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
আর ১৪ গোলেই নতুন রেকর্ড

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরে কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত ৫৬ ম্যাচে ১৫৪ গোল উদযাপন দেখেছেন ফুটবলভক্তরা। প্রথম পর্বের ৪৮ ম্যাচে গোল উদযাপিত হয় ১৩৬টি।



শুক্রবার কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোতে মোট ৪টি গোল হয়। এসব গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৮ ম্যাচে গোল হয়েছে ১৫৮টি, গড়ে ২.৭২ গোল। গোলের এ ধারাবাহিকতায় নতুন রেকর্ড গড়তে দরকার মাত্র ১৪ গোল।

বিশ্বকাপে সর্বোচ্চ ১৭১টি গোল হয়েছিল ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে। বিশ্বকাপের কোনো আসরে সর্বাধিক গোলের এ রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে দরকার ১৪টি গোল।

বিশ্বকাপের বিংশ আসরের সর্বাধিক গোলের ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স-সুইজারল্যান্ড’র মধ্যে। ২০ জুনের ওই ম্যাচে গোল হয় ৭টি।

গ্রুপ পর্বে ১৩ জুন স্পেন-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৬টি। পরবর্তীতে ২২ জুন দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচেও হয় ৬ গোল।

২৩ জুন ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে, ২৪ জুন জাপান-কলম্বিয়া ম্যাচে, ২৫ জুন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে এবং ১৮ জুন অস্ট্রেলিয়া-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৫টি।

নকআউট পর্বে নেদারল্যান্ডস-মেক্সিকো, জার্মানি-আলজেরিয়া ও বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে সর্বাধিক তিনটি করে গোল হয়।

আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জার্মানি একমাত্র গোলে জয় পেলেও ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে গোল হয় তিনটি।

এদিকে, বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ ছয়টি গোল করে গোল্ডেন বুট জেতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।