ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার আঘাত পাওয়ায় উদ্বিগ্ন ভক্তরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
নেইমার আঘাত পাওয়ায় উদ্বিগ্ন ভক্তরা

ঢাকা: উদ্বেগ-উৎকণ্ঠাকে পেছনে ফেলে কলম্বিয়ার বিপক্ষে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। কিন্তু গত রাতের ওই ম্যাচে দুভার্গ্যজনকভাবে মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের হেক্সা মিশনের প্রধান সেনানী নেইমার।



স্বর্গ থেকে দুই ধাপ দুরে থাকতেই তার বিশ্বকাপ মিশন শেষ হওয়া মেনে নিতে পারছেন না ব্রাজিল সমর্থক ও নেইমার ভক্তরা।


সেমিফাইনালের প্রথম ম্যাচে পরাশক্তি জার্মানির সঙ্গে খেলবে ব্রাজিল। কিন্তু মেরুদণ্ডে কশেরুকায় গুরুতর আঘাত ধরা পড়‍ায় ওই ম্যাচসহ ২০তম আসরের কোনো ম্যাচই খেলতে পারবেন না নেইমার।

এই খবরে ব্রাজিল সমর্থকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা বলছেন- আর মাত্র দুই ধাপ অতিক্রম করতে পারলেই স্বর্গ লাভ করবে ব্রাজিল। অথচ সামনের এই গুরুত্বপূর্ণ খেলায় মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এটা ব্রাজিল দলের জন্য মোটেই সুখবর নয়।  

তবে নানা প্রতিকুলতা সত্বেও এবার রিও রাস্তায় মানুষ ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পার্টি করবে। আর সেই উদযাপন কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন অন্য এক ভক্ত।

বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।