ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলিয়ানদের রুখতে গোপন কৌশল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
ব্রাজিলিয়ানদের রুখতে গোপন কৌশল

ঢাকা: চলতি বিশ্বকাপে অসাধারণ খেলে চলা ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ডেভিড লুইজ এবং তার সতীর্থদের কিভাবে সেমিফাইনালে আটকানো যাবে, তার কৌশল বের করতে নিজ সতীর্থদের সাহায্য করবেন বলে জানিয়েছেন জার্মানির ফরোয়ার্ড আন্দ্রে শ্যুরল।

শ্যুরল চেলসির হয়ে খেলার সময় ক্লাবে সতীর্থ হিসেবে পেয়েছেন ব্রাজিলের অস্কার, উইলিয়ান, রামিরেস এবং লুইজকে।

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ফ্রি কিক থেকে গোল করা লুইজ সম্প্রতি চেলসি ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন।

দীর্ঘদিন এক সঙ্গে খেলার কারণে ব্রাজিলিয়ান এই তারকাদের সম্পর্কে তাই ভালই জানা শ্যুরলের। তিনি জানান, ‘যদি আমার সতীর্থরা কেউ লুইজ বা তার সাথীদের বিপক্ষে কিভাবে খেলতে হবে জানতে চায়, অবশ্যই আমি এ ব্যাপারে সাহায্য করব। ’

চেলসির হয়ে ৩০ ম্যাচ আর দেশের হয়ে ৩৭ ম্যাচ খেলা শ্যুরল আরো বলেন, ‘আমি ব্রাজিলের বিপক্ষে ঠান্ডা মাথায় খেলার উপদেশ দিব। ’

বেশ কিছু দিন ধরে জোয়াকিম লো’র শিষ্যদের প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার কারণে সমালোচনা শুনতে হচ্ছে। শ্যুরল মনে করেন, জার্মানি এবার তাদের সেরা খেলা দিয়ে এ সমালোচনার জবাব দিতে পারবে।

২০১০ সালে জাতীয় দলের হয়ে অভিষিক্ত হওয়া শ্যুরল বলেন, ‘আমরা ভাগ্যে বিশ্বাসী নই। আমরা শিরোপা জেতার জন্য লড়ব। আমাদের দলে বেশ কিছু বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন। তারা ম্যাচ বের করে আনতে যা করার দরকার তাই সঠিকভাবে পালন করবেন। শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ জিতব আর এটাই গুরুত্বপূর্ণ বিষয়। ’

শুক্রবার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নই প্রতিপক্ষের বিপক্ষে দারুণ জয় তুলে নেয়। কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল ও জার্মানি। আগামী ৮ জুলাই শিরোপা মঞ্চে পৌঁছে যেতে সেমিফাইনালে লড়বে দল দু’টি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ৫ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।