ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেমিতে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা-বেলজিয়াম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
সেমিতে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা-বেলজিয়াম

বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা এবং গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করা ইউরোপীয় দল বেলজিয়াম।

২৮ বছরের শিরোপা খরা ঘুচাতে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে লিওনেল মেসির দিকে তাকিয়ে আর্জেন্টাইন সমর্থকরা।

অন্যদিকে ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে পরাজয়ের বদলা নিতেই মাঠে নেমেছে ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম।

বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় ব্রাজিলের ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হয়।

আর্জেন্টিনার একাদশে খেলছেন:
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারে (২), পাবলো জাবালেতা (৪), লুকাস বিগলিয়া (৬), অ্যাঙ্গেল দি মারিয়া (৭), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), জাভিয়ার মাশচেরানো (১৪), এজেকুয়েল ল্যাভেজ্জি (২২), হোসে বসন্ত (২৩), মার্টিন ডেমিচেলিস (১৫)।

কোচ: আলেহান্দ্রো সাবেলা (আর্জেন্টিনা)

বেলজিয়ামের একাদশ খেলছেন:
থিবাউত কোরতোয়া (১), টবি আল্ডারউইয়ার্ল্ড (২), ভিন্সেন্ট কোম্পানি (৪), ইয়ান ভেরতোনহেন (৫), অ্যাক্সেল উইটসেল (৬), মারুয়ান ফেলাইনি (৮), কেভিন ডি ব্রুইন (৭), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), ইডেন হ্যাজার্ড (১০), কেভিন মিরালাস (১১), ডিভক ওরিগি (১৭)।

কোচ: উইলমটস মার্ক (বেলজিয়াম)।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।