ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সর্মথকদের কাছে ক্ষমা চাইলেন লুইজ-সিজার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
সর্মথকদের কাছে ক্ষমা চাইলেন লুইজ-সিজার

ঢাকা: সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হারের জন্য ব্রাজিলবাসীসহ বিশ্বজুড়ে দলটির ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ও ডিফেন্ডার ডেভিড লুইজ।

ম্যাচে হারের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি দেশবাসীকে একটুখানি খুশি করতে চেয়েছিলাম।

কিন্তু ইতোমধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি।

আবেগাক্রান্ত লুইজ বলেন, দুঃখিত দেশবাসী, আমরা আপনাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, আমাদের ক্ষমা করবেন।

ম্যাচের পর একই উচ্চারণ করেছেন দলের গোলরক্ষক জুলিও সিজারও।   তিনি বলেন, ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই আমরা হেরে গেছি।

সিজার বলেন, কী হয়েছে তা এখন বলা মুশকিল। স্বপ্ন শেষ হয়েছে। ম্যাচের ফলাফল এমনটি কেউ আশা করেনি।

মঙ্গলবার রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের এবারের আসরে প্রথম দল হয়ে ফাইনালে নিশ্চিত করে জার্মানি। স্বপ্নভঙ্গের দুঃখে এখন সামনে এগোনোর উপায় খুঁজছেন অস্কার-লুইজ-সিজাররা।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।