ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলের ভাবনায় নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
বেলের ভাবনায় নেই রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোর সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ওয়েলস। মুখোমুখি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল।

শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিতের লড়াইয়ে আগে রিয়াল মাদ্রিদ সতীর্থকে নিয়ে একদমই ভাবছেন না ওয়েলস তারকা! পুরো মনোযোগটাই দিচ্ছেন দলের দিকে।

এবারের আসরে এখন পর্যন্ত পর্তুগ‍ালের চেয়ে ওয়েলসের পারফরম্যান্সই চোখ ধাঁধানো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠা, সবশেষ কোয়ার্টার ফাইনালে ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের দুইয়ে থাকা বেলজিয়ামের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় তো সেটিই প্রমাণ করে। অন্যদিকে, পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতার পর টাইব্রেকার ভাগ্যের সুবাদে শেষ চারে নাম লেখায় পর্তুগিজরা।

সেমিতে শেষ হাসি কে হাসবেন? রোনালদো নাকি জয়োৎসবে মাতবেন বেল? বুধবারের (৬ জুলাই) ম্যাচে শেষেই এর উত্তর মিলবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমানোর পর গত তিন মৌসুম ধরেই রিয়ালের আক্রমণভাগে রোনালদোর সঙ্গী বেল। এবার জাতীয় দলের জার্সি গায়ে দু’জনকে একে অপরের বিপক্ষে মাঠে ‍নামতে হচ্ছে। তবে হাইভোল্টেজ সেমিফাইনাল সামনে রেখে ক্লাব সতীর্থের বিপক্ষে দ্বৈরথটা এড়িয়ে যান তিনি।

এক পর্তুগিজ সাংবাদিক প্রশ্ন করেন, ক্রিস্টিয়ানোর (রোনালদো) মুখোমুখি হওয়াটা কেমন হবে। বেলের প্রতিক্রিয়া, ‘এটা পর্তুগাল বনাম ওয়েলস, এর বেশি কিছু না। ’ রোনালদোর বিপক্ষে মাঠের খেলায় আমরা কী প্রত্যাশা করতে পারি এমন প্রশ্নে খানিকটা বিরক্তই হন ওয়েলস সেনসেশন, ‘আমি এইমাত্র বললাম এটা শুধুই ওয়েলস বনাম পর্তুগাল ম্যাচ, এর বেশি কিছুই না। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘন্টা, জুলাই ০৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।