ঢাকা: রোনালদোর মতো তারকা হলে সিলভার বুটের কি প্রয়োজন? নিজ দল সতীর্থ ন্যনিকে উপহার হিসেবে দিলেন পর্তুগিজ অধিনায়ক। ইউরো ২০১৬’র সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা।
ইউরোর ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। আর এর ফলে নিজেদের ইতিহাসে প্রথম কোন মেজর ট্রফি জিতলো লুইস ফিগোর উত্তরসূরিরা। এই শিরোপাটি রোনালদোর ক্যারিয়ারেও পূর্ণতা দিয়েছে।
এদিকে ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার ন্যানি নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি আপলোড করেছেন। যেখানে দেখাচ্ছে রোনালদো তার সিলভার বুটটি উপহার হিসেবে ন্যানিকে দিয়েছেন।
এবারের ইউরো শিরোপা জয়ের ফলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফ ব্যালন ডি’অর জয়ের আরও কাছাকাছি এগিয়ে গেলেন রোনালদো। বর্তমানে যেটির মালিক আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৬
এমএমএস