ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডেনমার্ককে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টারে ব্রাজিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ডেনমার্ককে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টারে ব্রাজিল

ঢাকা: রিও অলিম্পিকের লড়াইয়ে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প ছিলনা ব্রাজিলের। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে প্রথম দুই ম্যাচ ড্রয়ের পর ঘরের মাঠে ‘সম্মান’ বাঁচানোর লড়াইয়ের ম্যাচে ডেনমার্ক ছিল অনেকটা শক্ত প্রতিপক্ষ।

তবে দুর্দান্ত জয়ে ‘এ’ গ্রুপ শীর্ষ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।

ফরোয়ার্ড গ্যাব্রিয়াল বারবোসার জোড়া গোলে ডেনমার্ককে ৪-০ গোলে হারায় নেইমাররা। পরে সঙ্গ দেন জেসাস ও লুয়ান।

দুই ম্যাচ গোল শূন্য ড্রয়ের পর সালভাদরের মাঠে ‘যুদ্ধক্ষেত্র’ পরিণত হওয়া ম্যাচে এবার ঠিকই ডেনমার্কের জাল খুঁজে পায় সেলেকাওরা। জয় ছাড়া কোনো বিকল্প নেই এটা মাথায় নিয়েই সেলেকাওরা যে মাঠে নেমেছিল শুরু থেকেই তাদের আক্রমণে তা স্পষ্ট হয়ে ওঠে।

বারবোসা, জেসাস ও নেইমার ‘ত্রয়ী’র একের পর এক আক্রমণে দিশেহারা ডেনিশ ডিফেন্ডাররা গোল পরিশোধে তাদের ফরোয়ার্ডের জন্য পুরো ম্যাচে কোনো রসদই যোগাতে পারেনি। ফলে চার গোল হজম করেই মাঠ ছাড়তে হয় তাদের।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬/আপডেট: ০৯৫৫ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।