ময়মনসিংহ: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারার জালে গোল উৎসব করেছে চট্টগ্রাম আবাহনী। নিজেদের পঞ্চম ম্যাচে বারিধারাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী।
আর এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর থেকে শীর্ষে উঠে এলো মামুনুল ইসলামরা।
রোববার (১৪ আগস্ট) ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা শুরুর মাত্র ৩৪ সেকেন্ডেই গোলের দেখা পায় চট্টগ্রাম। সোহেল রানার ক্রস থেকে জাহিদ হোসেন দলকে এগিয়ে দেন ১-০ তে।
চার মিনিট পর কোনাকুনি প্লেসিং শটে বারিধারাকে ১-১ এ সমতায় ফেরান খালেকুজ্জামান সবুজ।
তবে সমতা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বারিধারা। কেননা ২৬ মিনিটে লিওনেল প্রুইখ জ্বলে উঠে চট্টগ্রামকে এগিয়ে দেন ২-১ এ।
প্রুইখের পরে দলীয় ব্যবধান বাড়ান মোহাম্মদ ইব্রাহিম। ৪০ মিনিটে জাহিদের সেন্টার থেকে বারিধারার জালে বল ঠেলে স্কোর লাইন নিয়ে যান ৩-১ এ।
এখানেই থেমে থাকেনি জোয়েল পাবলিকের শিষ্যরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মুহাম্মদ ইব্রাহিম আরেকবার জ্বলে উঠলে ৪-১ ব্যবধান নিয়ে ম্যাচ থেকেই ছিটকে দেন বারিধারাকে।
মামুনুলদের বাকি দুটি গোল এসেছে দ্বিতীয়ার্ধে। ৮৬ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলামের বাঁ পায়ের টোকা থেকে শাকিলের দারুণ প্লেসিং শট ম্যাচে ৫-১ গোলে ব্যবধান বাড়ায়।
এরপর ইনজুরি সময়ে রায়হান হাসান বারিধারার হারের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়ে দলকে ৬-১ গোলের বড় জয়ের আনন্দে ভাসান।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৬
এইচএল/এমআরএম