ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্বাভাবিক হার মানলেন পাপ্পু, জোসেফের চোখে সেরা ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
স্বাভাবিক হার মানলেন পাপ্পু, জোসেফের চোখে সেরা ম্যাচ ছবি: অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে: ‘হেরেছি শোচনীয়ভাবে। এটা নিয়ে বলার কিছুই নেই।

পুরো ন্যাশনাল টিমের বিপক্ষে খেলতে হয়েছে আমাদের। ওরা অনেক ভাল খেলোয়াড়। ’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমন স্বীকারোক্তি উচ্চারিত হয়েছে উত্তর বারিধারা কাবের কোচ রাশেদ আলম পাপ্পুর কন্ঠে। রোববার (১৪ আগস্ট) বিকেলে চট্রগ্রাম আবাহনীর সঙ্গে ৬-১ গোলে হারার পর সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, ‘একজন বিদেশি ডিফেন্ডারের পা ভেঙে গেছে আমাদের। এতে করে আমাদের ভুগতে হচ্ছে। এছাড়া ৪ থেকে ৫ জন খেলোয়াড় রয়েছেন ইনজুরিতে। তবে লম্বা লক্ষ্য নিয়েই আমরা সামনে এগুচ্ছি। ’

আর চট্রগ্রাম আবাহনীর বিদেশি কোচ জোসেফ পাবলিক এতোগুলো ম্যাচের মধ্যে এ ম্যাচকেই নিজেদের সেরা ম্যাচ হিসেবে দাবি করলেন। তার ভাষ্যমতে, ‘বারিধারা ভাল টিম। ওদের অনেক ট্যালেন্ট খেলোয়াড় রয়েছে। ভাল খেলেই আমরা জিতেছি। আমাদের দলের ইব্রাহিম তরুণ খেলোয়াড়। আমি তাকে সব সময় সাপোর্ট দিয়েছি। ’

তবে উত্তর বারিধারার সঙ্গে আমাদের এ ম্যাচ সহজ ছিল না এমন কথাও বলেন এ কোচ।  

বাংলাদেশ সময় ২০৪০ ঘন্টা, আগষ্ট ১৪, ২০১৬ 
এমএএএম/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।