ঢাকা: নতুন মৌসুমের শুরুতেই ইনজুরি ভাবাচ্ছে বার্সাকে! প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই দলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠ ছাড়তে বাধ্য হন। সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ২-০ ব্যবধানে জেতা ম্যাচটিতে ইনজুরিতে ভোগেন আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরেমি ম্যাথিউ।
ফিটনেস সমস্যায় ইউরো মিস করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার ম্যাথিউ। সেভিয়ার মাঠে খেলা শুরুর ২৭ মিনিটেই ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে নামেন এ মৌসুমেই পিএসজি থেকে ন্যু ক্যাম্পে নাম লেখানো লুকাস ডিগনি।
১০ মিনিটেরও কম সময় পর ইনিয়েস্তা মাঠ ছাড়ায় বার্সা শিবিরে চিন্তার ভাঁজই পড়ে। ডান হাঁটুতে চোট পাওয়ায় দলের সেরা মিডফিল্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লুইস এনরিক।
ইনিয়েস্তা ও ম্যাথিউর ইনজুরি কতটা গুরুতর তা সোমবারের (১৫ আগস্ট) টেস্টের পরই জানা যাবে। স্প্যানিশ সুপার কাপে ইতোমধ্যেই নেইমারকে মিস করছে বার্সা। বর্তমানে রিও অলিম্পিক মিশনে ব্রাজিলিয়ান সেনসেশন।
স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধারে (সবশেষ ২০১৩) এক পা দিয়ে রেখেছ কাতালানরা। ন্যু ক্যাম্পে আগামী বুধবার (১৭ আগস্ট) দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। এ ম্যাচে ইনিয়েস্তা ও ম্যাথিউর খেলা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমআরএম