ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেই মান্নাফ রাব্বীই ‘খলনায়ক’!

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
সেই মান্নাফ রাব্বীই ‘খলনায়ক’! ছবি:অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্বে আমারবাগ ক্রীড়া চক্রের বিরুদ্ধে দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার মান্নাফ রাব্বী। সেদিন গোল করে মাতিয়েছিলেন দর্শকদের।

তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ধারাভাষ্যকাররাও।

কিন্তু ময়মনসিংহ পর্বের শেষ ম্যাচে বুধবার (১৭ আগস্ট) বিকেলে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের ফুটবলপ্রেমী দর্শকরা এদিন ১২ নম্বর জার্সিধারী এ ফুটবলারকে ‘খলনায়ক’ এর ভূমিকায় দেখেছে।

দু’দু’টি হ্যান্ডবল করে ফুটবলার বাবার এ সন্তানকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারী জসিম উদ্দিন। আর এতেই ঘুরে যায় ম্যাচের মোড়। কোটি কোটি টাকা খরচায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৮ ফুটবলারকে নিয়েও এদিন ব্রাদার্সের বিপেক্ষে পেরে উঠছিল না ঢাকা আবাহনী।

কিন্তু মান্নাফ রাব্বী মাঠ থেকে বেরিয়ে যাবার পর প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়েও পরবর্তীতে তাদের সঙ্গে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে গোপাল মাহারজানের শিষ্যদের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও মান্নান রাব্বীর লাল কার্ড ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বলেও মন্তব্য করেন তিনি।

মান্নাফ রাব্বীর বাবা মোনায়েম খানও ছিলেন কীর্তিমান ফুটবলার। দীর্ঘদিন খেলেছেন ঢাকা ওয়ারীতে। ছেলেও দুরন্ত ফুটবলার হবেন এ স্বপ্নে বিভোর বাবা রাব্বীকে ভর্তি করিয়েছিলেন যশোরের শামসুল হুদা একাডেমিতে। চলতি মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলছেন আক্রমণভাগের এ ফুটবলার।

ঘরোয়া ফুটবলের শক্তিধর কাব আবাহনীর বিপক্ষে শুরুর দিকেই হ্যান্ডবল করে পান প্রথম হলুদ কার্ড। আর দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় একই কায়দায় হাত দিয়ে বল থামানোর কারণে তাকে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন।

মান্নাফ রাব্বীর লাল কার্ডের মধ্যে দিয়ে চলতি লিগে ময়মনসিংহ পর্বে দ্বিতীয় লাল কার্ডের ঘটনা ঘটলো। এর আগে শেখ জামালের নির্ভরযোগ্য ডিফেন্ডার কেস্টু কুমার বোস ফেনী সকার কাবের বিপক্ষে দ্বিতীয়ার্ধেই লাল কার্ড পেয়েছিলেন।

বাংলাদেশ সময় ১৯২৪ ঘন্টা, আগষ্ট ১৭, ২০১৬

এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।