ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গার্দিওলাকে সেরা মেনে আরও উন্নতি চান আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
গার্দিওলাকে সেরা মেনে আরও উন্নতি চান আগুয়েরো

ঢাকা: রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। প্লে-অফ ম্যাচটিতে দু’টি পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত হ্যাটট্রিক উদযাপনে মাতেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।

বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায় প্রথমার্ধে দুই গোলে লিড নেয় পেপ গার্দিওলার ম্যানসিটি। ১৩ মিনিটে ডেভিড সিলভা ও ৪১ মিনিটে গোলের খাতায় নাম লেখান আগুয়েরো। তার আগে ৮ ও ২১ মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন আর্জেন্টাইন তারকা।

বিরতির পর চার মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করেন স্প্যানিশ ফরোয়ার্ড নোলিতো। ৭৮ মিনিট ও নির্ধারিত সময়ের আগ মুহূর্তে পেনাল্টি মিসের হতাশা ভুলে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।

ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি শিরোপা জিততে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলাকে। এই কোচের অধীনে নিজেকে আরো ভালো অবস্থানে দেখতে চান আগুয়েরো। নিজের ক্লাব কোচকে ‘বিশ্বসেরা ভিন্ন মাপের’ কোচ হিসেবে দেখছেন তিনি।

আগুয়েরো জানান, ‘আমার পেনাল্টি মিসের পেছনে কোনো অজুহাত দাঁড় করাতে চাইনা। এই জায়গায় আমার আরও উন্নতি করার বাকি আছে। গার্দিওলার অধীনে আমি নিজের ইন্নতি করতে সর্বোচ্চ টেষ্টাই করব। তিনি ভিন্ন ধরনের বিশ্বসেরা একজন কোচ। তার নতুন স্টাইলে নিজেকে মানিয়ে নিতেও চেষ্টা করব। ’

আগুয়েরো তার নেওয়া সবশেষ পাঁচ পেনাল্টি শটের চারটিই মিস করেছেন। তাতে করে ম্যানসিটির পরবর্তী পেনাল্টি শট নিতে কতটা আগ্রহী আগুয়েরো-এমন প্রশ্নের জবাবে আর্জেন্টাইন এই তারকা জানান, ‘এটা নিঃসন্দেহে বাজে একটি অভিজ্ঞতা। আমার পেনাল্টি শট নেওয়ার সময় কে বা কারা আমার মুখে লেজার পেন দিয়ে আলো ফেলেছিল। কিন্তু, সেটা কোনো অজুহাত নয়। ম্যাচ শেষে গার্দিওলা জানিয়েছেন, পরেরবারও আমাকেই পেনাল্টি শট নিতে হবে। তার কথায় আমি আরও বেশি আস্থা পাচ্ছি। শুধু পেনাল্টিই না, স্কোর করতে আমাকে আরও উন্নতির জন্য গার্দিওলার সাহায্য নিতে হবে। ’

নতুন কোচ প্রসঙ্গে আগুয়েরো যোগ করেন, একটি দলের নতুন কোচ মানেই নতুন সব স্টাইল। আমাদের তাই হচ্ছে। তবে, মানিয়ে নিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। গার্দিওলা আমাদের পারফর্মে খুশি। আর আমরা নতুন মৌসুমে তার অধীনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।