ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল আমাদের কিভাবে থামাবে: জার্মান কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ব্রাজিল আমাদের কিভাবে থামাবে: জার্মান কোচ

ঢাকা: অলিম্পিকের অধরা স্বর্ণ জিততে মরিয়া ব্রাজিলের সামনে ফাইনালের মঞ্চে লড়বে জার্মানি। গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার যে শঙ্কা পেয়ে বসেছিল সেলেকাওদের, তা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নেইমার বাহিনী।

তবে, শিরোপার লড়াইয়ে এই ব্রাজিলকে মোটেই ভয় পাচ্ছে না জার্মানির কোচ হোস্ট হুবেশ।

শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আসছে জার্মানি। প্রতিপক্ষের জালে এ পর্যন্ত ২১টি গোল করেছে তারা। অন্যদিকে শুরুটা ভালো করতে না পারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নেইমারের দল। যদিও, প্রথম দুই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি নেইমারকে। তবে, নিজের ছায়া থেকে বেরিয়ে আসতে সময় নেননি বার্সেলোনার এই তারকা। পরের ম্যাচ গুলোতে জ্বলে ওঠে ঠিকই ব্রাজিলকে ফাইনালে তুলেছেন নেইমার। সেমিফাইনালে করেছেন জোড়া গোল।

সংবাদমাধ্যমে জার্মান কোচ জানান, ‘আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, শুধুমাত্র নেইমারের বিপক্ষে নয়। আমাদের ফরোয়ার্ডরা নিজেদের সেরাটা ঢেলে দিয়েই প্রতিপক্ষের জালে ২১ বার বল জড়িয়েছে। তাই উল্টো প্রশ্ন রাখতেই হচ্ছে- ব্রাজিল আমাদের কিভাবে থামাবে?’

তিনি আরও যোগ করেন, টুর্নামেন্টের শুরু থেকে আমরা যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলে যাব ফাইনালের মাঠে। কোনোকিছু বদলাবো না। আমাদের মূল টার্গেট সামনের দিকে এগিয়ে যাওয়া আর ঠিক সেভাবেই খেলতে চাই আমরা।

প্রথম সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে রজারিও মিকেলের ব্রাজিল। আর দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে হোস্টের জার্মানি।

সোনার লড়াইয়ে এবার নেইমারদের মুখোমুখি জার্মানি। রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি।

তবে প্রতিপক্ষ জার্মানি বলেই ব্রাজিলিয়ানদের মনে নিশ্চিত জ্বলে উঠবে প্রতিশোধের আগুন। ২০১৪ বিশ্বকাপ ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতিটা নিশ্চয়ই ভোলেনি নেইমার-পেলে-রোনালদো-রোনালদিনহোদের দেশটি।

দলের সেরা তারকা নেইমারও ফিরেছেন স্বরূপে। তাইতো দগদগে ক্ষতে প্রলেপ দিতে আর ব্রাজিলের ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের সোনা জিতে ইতিহাস গড়ার সুযোগ নেইমারদের সামনে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।