ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

সুইডেনকে হারিয়ে অলিম্পিকের শিরোপা জার্মানির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, আগস্ট ২০, ২০১৬
সুইডেনকে হারিয়ে অলিম্পিকের শিরোপা জার্মানির

ঢাকা: রিও অলিম্পিকের নারী ফুটবলের শিরোপা জিতলো জার্মানি। সুইডেনকে ২-১ গোলে হারিয়ে জার্মান মেয়েরা প্রথমবারের মতো অলিম্পিকের স্বর্ণ জয়ের স্বাদ নিয়েছে।

মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে আটবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, দুবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নারী দলের হয়ে গোল করেন মারোজান। বাকি গোলটি আসে সুইডিশ ফুটবলার লিন্ডা সিমব্রান্টের আত্মঘাতী গোলের সুবাদে। আর সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন স্টিনা ব্লাকসটেনিয়াস।

খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটের মাথায় জার্মানিকে লিড পাইয়ে দেন মারোজান। ৬২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে জার্মান মেয়েরা। জার্মান তারকা সারার দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। আর সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডা সিমব্রান্ট।

দুই গোলে পিছিয়ে থাকা সুইডিশরা ব্যবধান কমায় খেলার ৬৭ মিনিটের মাথায়। স্টিনার গোলে স্কোরলাইন হয় ২-১। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে প্রথমবারের মতো সোনা জয়ের এতো কাছে এসেও বঞ্চিত হয় সুইডেন।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।