ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

গার্দিওলার কারণে ম্যানসিটি ছাড়ছেন হার্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, আগস্ট ৩০, ২০১৬
গার্দিওলার কারণে ম্যানসিটি ছাড়ছেন হার্ট ছবি: সংগৃহীত

ঢাকা: পেপ গার্দিওলা কোচের দায়িত্ব নেওয়ার পর দলে এক প্রকার ব্রাত্যই হয়ে পড়েছেন জো হার্ট! ক্লদিও ব্রাভোর আগমনে স্কোয়াডে থাকাটা আরো হুমকির মুখেই পড়ে। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ছাড়তে বাধ্য হচ্ছেন ২৯ বছর বয়সী এ ইংলিশ গোলরক্ষক।

তুরিনোর সঙ্গে এক বছরের ধারের চুক্তিতে রাজি হয়েছেন হার্ট। জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে ইতালিতে গিয়ে চুক্তি সম্পন্নের জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতিও পেয়ে গেছেন তিনি। মঙ্গলবার (৩০ আগস্ট) সেখানে মেডিকেল পরীক্ষা হওয়ার কথা। এরপরই অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে।

এ মৌসুমে গার্দিওলার অধীনে মাত্র একটি ম্যাচে সুযোগ পান হার্ট। স্টুয়া বুখারেস্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ। প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ হয়ে গেলেও তাকে বিবেচনার বাইরে রাখেন সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা কোচ।

অন্যদিকে, কয়েকদিন আগেই বার্সা থেকে চার বছরের চুক্তিতে ইতিহাদ স্টেডিয়ামে পা রাখেন ৩৩ বছর বয়সী ব্রাভো। ম্যানসিটির প্রথম পছন্দের গোলরক্ষক এখন চিলিয়ান অধিনায়ক। তার সঙ্গী আর্জেন্টাইন উইলি কাবালেরো।

২০০৬ সাল থেকে ম্যানসিটির গোলবার সামলে আসছেন জো হার্ট। এখন পর্যন্ত সিটিজেনদের জার্সিতে সব মিলিয়ে ৩৪৮টি ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগে ২৬৬। দীর্ঘ সময় ধরে দলের আস্থার প্রতীক হয়ে থাকলেও গার্দিওলার কারণে তাকেই এখন ইংল্যান্ড ছাড়তে হচ্ছে!

এদিকে, সামির নাসসিরও ম্যানসিটি ছাড়ার গুঞ্জন উঠছে। সাবেক ফ্রেঞ্চ তারকা যোগ দিতে পারেন তুরস্কের বেসিকতাস ক্লাবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।