ঢাকা: ভ্যালেন্সিয়া ছেড়ে এবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাথে চুক্তি করলেন ২৩ বছর বয়সী স্টাইকার প্যাকো আলকাসের। ৩০ মিলিয়ন ইউরোতে কাতালানদের সাথে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ তারকা আলকাসের।
২০০৯ সালে ভ্যালেন্সিয়ার ‘বি’ দলে খেলা শুরু করেন আলকাসের। পরের বছর মূল দলের হয়ে অভিষেক হয় তার। ক্লাবটির হয়ে ৯২ ম্যাচ খেলেছেন তিনি। এরপর ২০১২-১৩ মৌসুমে গেটাফের হয়ে ধারে খেলতে যান।
ক্লাব ক্যারিয়ারে ১৪৭ ম্যাচ খেলা আলকাসের স্পেন জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩টি ম্যাচ।
মেসি-নেইমার-সুয়ারেজদের পজিশনে খেলতে যাওয়া আলকাসের চুক্তির পর জানান, ‘যখন বার্সা থেকে আমাকে প্রস্তাব করা হয়, তখন আমার ক্লাবকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করেছিলাম। এটা আমার ফুটবল ক্যারিয়ারের জন্য বড় একটি সুযোগ ছিল। ভ্যালেন্সিয়া আমার সিদ্ধান্তকে মূল্য দিয়েছে। আমার এই পুরোনো ক্লাব এবং ক্লাবের সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। ’
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এমআরপি