ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

মুস্তাফিকে নিশ্চিত করলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, আগস্ট ৩১, ২০১৬
মুস্তাফিকে নিশ্চিত করলো আর্সেনাল সোকোদ্রান মুস্তাফি-ছবি:সংগৃহীত

ঢাকা: অবশেষে গুঞ্জনই সত্যি হলো। চলতি মৌসুমে দ্বিতীয় জার্মান ফুটবলার হিসেবে সোকোদ্রান মুস্তাফিকে দলে নিল আর্সেনাল।

এর আগে লুকাস পেরেজ গানারদের দলে নিজের নাম লিখিয়েছিলেন। তবে ভ্যালেন্সিয়া থেকে কত মূল্যে মুস্তাফিকে দলে নেওয়া হয়েছে তা প্রকাশ করেনি ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

প্রিমিয়ার লিগে ওয়ার্টফোর্ডের বিপক্ষে আর্সেনালের ৩-১ গোলে জয়ের পরই কোচ আর্সেন ওয়েঙ্গার মুস্তাফির ব্যাপারটি নিশ্চিত করেন। আর ফ্রেঞ্চ কোচ আশা করছেন এবারের মৌসুমে ডিফেন্ডার হিসেবে দলের হয়ে দারুণ খেলবেন জার্মান জাতীয় দলের এ তারকা।

আর্সেনালের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েঙ্গার বলেন, ‘মুস্তাফির এখন সঠিক বয়স। তার খেলার অভিজ্ঞাও দারুণ। মাঠে বল নিয়ে তার কৌশল অসাধারণ। আমরা দুর্দান্ত একজন ফুটবলারকে দলে ভিড়িয়েছি। তবে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাতে হবে। ’

মুস্তাফি এর আগে প্রিমিয়ার লিগের দল এভারটনে খেলেছিলেন। পরবর্তীতে সাম্পোদোরিয়ার হয়ে লা লিগার দল ভ্যালেন্সিয়ায় ৬৪টি ম্যাচ খেলেছেন। তিনি জার্মানের বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।