ঢাকা: প্যারিস সেন্ট জার্মেই থেকে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পুরোণো ক্লাব চেলসিতে ফিরলেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ছাড়ার দুই বছর পরই স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেন তিনি।
চেলসির এক মুখপাত্র থেকে জানা যায়, চুক্তির পর মেডিক্যালও সেরে ফেলেছেন লুইজ। তবে কিছু জটিলতা থাকায় এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে লুইজ চলে আসলেও তার পরিবর্তে পিএসজি চলতি মৌসুমে আর কাউকে দলে নিচ্ছে না। যদিও সেন্টার ব্যাকে শুধুমাত্র থিয়াগো সিলভা, মার্কোইনহোস ও প্রিসনাল কিমপ্রেমবে রয়েছেন। তবে সার্জ আয়ুরেরও রক্ষণভাগে সাহায্য করতে পারেন।
চেলসিতে এর আগে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছিলেন ২৯ বছর বয়সী লুইজ। সেবার ৮১ ম্যাচে ছয়টি গোল করেছিলেন তিনি। পরবর্তীতে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির হয়ে খেলতে ফ্রান্সে পাড়ি দেন তিনি।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা,০১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস