ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

নিসে পাড়ি দিলেন ‘ব্যাডবয়’ বালোতেল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, সেপ্টেম্বর ১, ২০১৬
নিসে পাড়ি দিলেন ‘ব্যাডবয়’ বালোতেল্লি মারিও বালোতেল্লি-ছবি:সংগৃহীত

ঢাকা: অবশেষে লিভারপুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মারিও বালোতেল্লি। ফ্রি ট্রান্সফার হিসেবে থাকা ফুটবলের ব্যাডবয় খ্যাত এ স্ট্রাইকার ফ্রেঞ্চ ক্লাব নিসে পাড়ি দিলেন।

এর আগে ইংলিশ জায়ান্ট লিভারপুলে ২০১৪ সালে নাম লেখান ইতালিয়ান জাতীয় দলের বিতর্কিত ফুটবলার বালোতেল্লি। তবে রেডসদের হয়ে মাঠের পারফরম্যান্সে তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। পরবর্তীতে ২০১৫ সালে তার সাবেক ক্লাব এসি মিলানে ধারে বিক্রি করে দেয় লিভারপুল।

মিলানে এক বছর খেলার পর লিভারপুল বালোতেল্লিকে ছেড়ে দেয়। পরে ফ্রেঞ্চ ক্লাব নিস তার প্রতি আগ্রহ দেখালে লিগ ওয়ানের দলটির হয়ে চুক্তিতে সই করেন তিনি। তবে তাকে কত মূল্যে দলে নেওয়া হলো তা প্রকাশ করা হয়নি।

বালোতেল্লি জাতীয় দল ইতালির হয়ে ২০১০ সাল থেকে খেলছেন। আজ্জুরিদের হয়ে এখন পর্যন্ত ৩৩টি ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। কিন্তু সর্বশেষ ইউরো ২০১৬’র দলে তাকে নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।