ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

সারিয়াকান্দিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, সেপ্টেম্বর ২, ২০১৬
সারিয়াকান্দিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দির নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে আব্দুল মান্নান আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 

 
শুক্রবার (০২ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংঠনিক সম্পাদক মামুনুর রশীদ হিমু, নারচী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন বান্টু, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইয়িদ মো. ওয়াহেদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।