ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

বার্সায় ফিরছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, সেপ্টেম্বর ৪, ২০১৬
বার্সায় ফিরছেন রোনালদিনহো রোনালদিনহো-ছবি:সংগৃহীত

ঢাকা: নিজের পুরোণো ক্লাব বার্সেলোনায় আবারও ফিরছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো! ঠিকই পড়ছেন পাঠকরা। তবে মাঠের খেলায় নয়, এবার ক্লাবে গুরুদায়িত্বে কাজ করবেন এক সময়ের বিশ্ব সেরা এ মিডফিল্ডার।

২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাতালানদের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন রোনালদিনহো। সে সময় ফিফার বর্ষ সেরার পুরস্কার ব্যালন ডি’অরও জিতেছিলেন তিনি। কিন্তু এবার দলে ফিরে ক্লাবের দূত হিসেবে কাজ করবেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন একটি অফিস উদ্বোধন করতে যাচ্ছে বার্সা। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুনামকে আরও ভালোভাবে চেনাতে ৬ সেপ্টেম্বর এই অফিসে দেখা যেতে পারে রোনালদিনহোকে।

ফুটবলার হিসেবে বার্সায় নিজেকে বহুবার প্রমাণ করেছেন রোনালদিনহো। এবার দেখা যাক দূতের ভূমিকায় কেমন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।