ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০ বছরের মধ্যে মেসি-ম্যারাডোনাকে চায় চীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
২০ বছরের মধ্যে মেসি-ম্যারাডোনাকে চায় চীন

ঢাকা: যুগে যুগে মেসি-ম্যারাডোনা আসে না। সব চাপ নিজের ঘাড়ে নিয়ে আর্জেন্টিনাকে এই দুই কিংবদন্তি অনেকবার দলকে টেনে তুলেছেন।

আর ফুটবলের এমন জাদুকরদের নিজের দেশ চীনে চাইলেন প্রেসিডেন্ট শি জিনপিং।

হংঝুতে জি-২০ এর সম্মেলনে আসা আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরোসিও মাকরির কাছে মেসি-ম্যারাডোনার মতো ফুটবলার পেতে সাহায্য চেয়েছেন শি জিনপিং।

ম্যারাডোনা-মেসির জাদুতে আচ্ছন্ন হয়ে তিনি জানান, আমাদের দেশে একজন মেসি দরকার। নয়তো একজন ম্যারাডোনা দরকার। আগামী ২০ বছরের মধ্যে চীনে একজন মেসি কিংবা একজন ম্যারাডোনার দরকার। আর সেজন্য আপনাদের (আর্জেন্টাইন প্রেসিডেন্ট) সাহায্য চাই। ’

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে একমাত্র মেসিই রয়েছেন বিশ্ব ফুটবলে। ক্লাব ক্যারিয়ারে এমন কোনো রেকর্ড নেই, যা মেসি অর্জন করেননি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও মেসি। ঈশ্বর চেয়েছেন বলেই হয়তো মেসির পক্ষে এসব অর্জন সম্ভব হয়েছে। আর ফুটবলের ঈশ্বর বনে যাওয়া ম্যারাডোনা ছিলেন তার সময়কার সেরা ফুটবলার।

মেসি-ম্যারাডোনার মতো ফুটবলার তৈরি করতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরির কাছে সাহায্য চাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি জানান, ‘মেসি আমাদের জন্য ইশ্বর প্রদত্ত উপহার। তার মতো বিশ্বসেরা ফুটবলার আমাদের দেশে এসেছে ঈশ্বরের চাওয়ায়। তাকে পাওয়াটাও আমাদের দেশের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা অবশ্যই তার যত্ন নেব। ’

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।