ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সমর্থকের হামলার শিকার নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
সমর্থকের হামলার শিকার নেইমার ছবি:সংগৃহীত

ঢাকা: ব্রাজিল জাতীয় দলের অনুশীলন চলাকালে সমর্থকের হামলার শিকার হয়েছেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার আগে এমন ঘটনা ঘটে বার্সেলোনা তারকার ওপর।

তবে কোনো ধরনের আঘাত পাননি তিনি।

এদিন ১৫ হাজার দর্শক-সমর্থকের সামনে অনুশীলনে নেমেছিলো সেলেকাওরা। তবে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ার ব্যাপারটি লক্ষ্য করা যায়। ফলে গ্যালারি থেকে বেশ কয়েকজন সমর্থক মাঠে নামলে ফুটবলারদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

 

এক সময় দু’জন কম বয়সী সমর্থক দৌড়ে নেইমারের ওপর ঝাপিয়ে পড়ে। আর নিজের নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাটিতে পড়ে যান তরুণ প্রজন্মের এ তারকা। যদিও সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা উদ্ধার করেন নেইমারকে। আসলে কোনো ধরনের খারাপ উদ্দেশ্যে নয়, প্রিয় ফুটবলারকে ভালোবেসেই এমন কান্ড প্রায়ই করে থাকে সমর্থকরা।

সর্বশেষ নেইমারের অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো অলিম্পিকের স্বর্ণ জেতে ব্রাজিল। পরে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জয়ের ম্যাচেও দারুণ ভূমিকা রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।