ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

নতুন রূপের রহস্য জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, সেপ্টেম্বর ৫, ২০১৬
নতুন রূপের রহস্য জানালেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: শ্মশ্রুধারী চেহারার সঙ্গে চুলের রঙ পরিবর্তন করায় নতুন মৌসুমে একেবারে ‘নতুন মেসিকে’ দেখতে পায় ফুটবল বিশ্ব। দেরিতে হলেও এর ব্যাখ্যা দিলেন বার্সেলোনা তারকা।

তবে কারণটা হতাশা থেকেই! এটি কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে আরেকটি শিরোপা হাতছাড়া করার ব্যর্থতার পর নিজেকে খুঁজে পাওয়ার সময়েরই অংশ।

গত জুলাইয়ের শেষদিকে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করার পরই মেসিকে প্রথম নতুন চুলের স্টাইলে (প্লাটিনাম ব্লন্ড) দেখা যায়। দেশে ফিরে আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সেটিরই রহস্য খুলে বলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর (ফিফা বর্ষসেরা) জয়ী।

‘আমি জিরো থেকে শুরু করতেই একটি পরিবর্তন এনেছি। অনেক বিতর্ক থেকে উঠে এসেছি। যা আমার সঙ্গে ঘটেছিল এবং আমি নিজেকে প্রশ্ন করি, আমাকে অবশ্যই এসব ভাঙতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। ’  

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবর থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় দলে ফেরেন মেসি। ‘প্রত্যাবর্তনের’ ম্যাচে (২ সেপ্টেম্বর) তার একমাত্র গোলেই বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারায় আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।