ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে লিভারপুল

ঢাকা: গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয় লিচেস্টার সিটি। চলমান লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল।


 
এ মৌসুমে মোটেই ভালো করতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার। ৪ ম্যাচ খেলে কিং পাওয়ারদের অর্জন মাত্র চার পয়েন্ট। অপরদিকে, গত মৌসুমে খুঁড়িয়ে চলা লিভারপুল চলতি মৌসুমের চার ম্যাচ খেলে অর্জন করেছে ৭ পয়েন্ট, অবস্থান পঞ্চম।
 
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য নেয় লিচেস্টার। হাইভোল্টেজ ম্যাচের আশায় গুঁড়েবালি। ম্যাচের প্রথম থেকেই স্বাগতিকদের আক্রমণে বিপর্যস্ত হয়ে উঠে লিচেস্টার। খেলার ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
 
লিভারপুলকে প্রথম গোল পাইয়ে দেন রবার্তো ফিরমিনো। ৩১ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। আর ৫৬ মিনিটে অ্যানফিল্ড তারকাদের হয়ে তৃতীয় গোলটি করেন অ্যাডাম লালানা।
 
দলের চতুর্থ গোলটি করেন প্রথম গোলদাতা ফিরমিনো। ম্যাচের ৮৯তম মিনিটে লিভারপুলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তবে, প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জেমি ভার্ডির গোলে ব্যবধান কমিয়েছিল লিচেস্টার। তবে, বড় ব্যবধানের পরাজয় এড়াতে পারেনি গত মৌসুমের চমক জাগানিয়া দলটি।
 
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে ৯ পয়েন্ট পেয়ে চেলসি রয়েছে দুইয়ে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে চার ম্যাচ খেলা ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে টটেনহাম।
 
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘন্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।