ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি নেই চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞ একাদশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
মেসি নেই চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞ একাদশে ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিটিশ জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ চ্যাম্পিয়ন্স লিগের বিশেষ একাদশ সাজিয়েছে। যেখানে জায়গা হয়নি আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির।

তবে, সেই একাদশে আছেন মেসির প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিশেষ সেই একাদশে জায়গা দেওয়া হয়েছে ফুটবলারদের নিজস্ব পজিশনের ওপর ভিত্তি করে। সর্বোচ্চ ম্যাচ খেলার ওপর গুরুত্ব দেওয়ায় জায়গা পাননি মেসি। চ্যাম্পিয়ন্স লিগের আসরে মেসি খেলেছেন ১০৬ ম্যাচ। ১২৭ ম্যাচ খেলা ক্রিস্টিয়ানো রোনালদোকে নেওয়া হয়েছে মিডফিল্ডার হিসেবে।

১৯৯২ সালের পর ‘ইউরোপিয়ান কাপ’ ফুটবলের নাম বদলে এই টুর্নামেন্টের নতুন নাম হয় ‘চ্যাম্পিয়ন্স লিগ’।

৪-৪-২ ফরমেশনের এই একাদশে কোচ হিসেবে রয়েছেন ১৯০ ম্যাচে দায়িত্ব পালন করা স্যার অ্যালেক্স ফার্গুসন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই অভিজ্ঞ একাদশে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ১৫৬ ম্যাচ খেলা ইকার ক্যাসিয়াস। আক্রমণভাগে সুযোগ পেয়েছেন রাউল গঞ্জালেস (১৪২ ম্যাচ) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (১১৯ ম্যাচ)। ডিফেন্ডার হিসেবে রয়েছেন রবার্তো কার্লোস (১২০ ম্যাচ), কার্লোস পুয়োল (১১৫ ম্যাচ), পাওলো মালদিনি (১০৯ ম্যাচ), গ্যারি নেভিল (১০৯ ম্যাচ)।

স্যার অ্যালেক্স ফার্গুসনের এই দলে মিডফিল্ডার হিসেবে জায়গা হয়েছে জাভি (১৫১ ম্যাচ), রায়ান গিগস (১৪১ ম্যাচ), ক্রিস্টিয়ানো রোনালদো (১২৭ ম্যাচ) আর ক্ল্যারেন্স সিডর্ফদের (১২৫ ম্যাচ)।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।