ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বড় দলগুলোর প্রত্যাশিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
বড় দলগুলোর প্রত্যাশিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথমদিন নিজেদের ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, স্প্যানিশ ফেভারিট অ্যাতলেতিকো মাদ্রিদ আর ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

কার্লো আনচেলত্তির কোচ হিসেবে বায়ার্ন অধ্যায়ের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বেশ ভালোই করেছে তার শিষ্যরা।

৭০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রোস্তভকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তার শিষ্যরা।

স্বাগতিক বায়ার্নের হয়ে গোল করেন রবার্ট লেভানোডফস্কি, থমাস মুলার, কিমিচ আর হুয়ান বার্নাট। জোড়া গোল করেন কিমিচ। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখানো বায়ার্নকে খেলার ২৮ মিনিটের মাথায় লিড পাইয়ে দেন গোলমেশিন লেভানোডফস্কি। থমাস মুলার গোল করেন খেলার প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে।

২-০ তে এগিয়ে থাকা বায়ার্নকে তৃতীয়বার এগিয়ে নিতে ৫৩ মিনিটে নিজের প্রথম গোলটি করেন কিমিচ। ৬০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। বায়ার্ন এগিয়ে যায় ৪-০ গোলের ব্যবধানে। দলের পঞ্চম আর শেষ গোলটি করেন বার্নাট।

এদিকে, সাউলের একমাত্র গোলে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ জিতেছে। এডিনহোভেনে পিএসভির মাঠে আতিথ্য নিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফেরে গ্রিজম্যান, গ্যাবি, কোকে, হুয়ানফ্রান, জিমিনেজ, দিয়েগো গডিনরা।

এছাড়া, ডায়নামো কিভের মাঠে খেলতে নেমে সফরকারী নাপোলি জিতেছে ২-১ গোলের ব্যবধানে। খেলার ২৬তম মিনিটে গ্রামাশের গোলে লিড নেয় কিভ। তবে, পোল্যান্ডের ২২ বছর বয়সী উঠতি তারকা ফরোয়ার্ড মিল্লিকের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের ৩৬ মিনিটে নিজের প্রথম গোল করার পর প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পোলিশ তারকা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।