ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

‘মেসিই টোটাল ফুটবল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, সেপ্টেম্বর ১৪, ২০১৬
‘মেসিই টোটাল ফুটবল’ ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের আসরে সর্বোচ্চ ছয়বার হ্যাটট্রিক করে এককভাবে এই তালিকায় শীর্ষে উঠেছেন আর্জেন্টাইন দলপতি বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। দুর্দান্ত এমন রেকর্ডের পর মেসিকে ‘টোটাল ফুটবল’ হিসেবে আখ্যা ও ব্যাখ্যা দুটোই দিলেন কাতালান কোচ লুইস এনরিক।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বার্সা-সেল্টিক। বার্সার হয়ে হ্যাটট্রিক করেন মেসি। সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দেয় এনরিকের শিষ্যরা। দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচ শেষে বার্সা কোচ জানান, ‘মেসিই টোটাল ফুটবল। ’

সেল্টিকের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। ২৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। আর খেলার ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

মেসি প্রসঙ্গে এনরিক জানান, ‘তাকে মাঠের যেকোনো পজিশনে খেলার পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। আপনি যদি তাকে মাঠের সবখানে খেলতে পারবেন। তাকে আপনি দলের ছয়, আট কিংবা দশ নম্বর হিসেবে খেলিয়ে দেখুন, সে তাই খেলবে। কারণ সব পজিশনেই ও বিশ্বের সেরা। মেসির এই স্বাধীনতা কেড়ে নেওয়া হবে বোকামি। ’

প্রিয় শিষ্য প্রসঙ্গে বার্সা কোচ আরও জানান, এসব কারণেই মেসি বিশ্বের সেরা ফুটবলার। এ মুহূর্তে তাকে সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা যায়। এতে কোনো সন্দেহ নেই। তার ফুটবল দর্শন দেখুন, দৃষ্টিভঙ্গি দেখুন, পরিসংখ্যান দেখুন, মাঠে তার লক্ষ্য দেখুন তাহলে বুঝতে পারবেন ‘মেসিই টোটাল ফুটবল’।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।