ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উয়েফার নতুন সভাপতি স্লোভেনিয়ার সেফেরিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
উয়েফার নতুন সভাপতি স্লোভেনিয়ার সেফেরিন

ঢাকা: ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্লোভেনিয়ার আলেকসান্দের সেফেরিন। নির্বাচনে নেদারল্যান্ডসের মাইকেল ফন প্রাগকে হারিয়ে তিনি এই পদে বসলেন।


 
এথেন্সে উয়েফার কংগ্রেসে স্লোভেনিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ৪৮ বছর বয়সী সেফেরিন পান ৪২টি ভোট পান। এর আগে এই পদে ছিলেন মিশেল প্লাতিনি। উয়েফার মোট ৫৫টি সদস্য সেফেরিনকে সমর্থন করে ভোট দেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ফন প্রাগের চেয়ে ২৮টি ভোট বেশি পান।
 
গত বছর ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় মিশেল প্লাতিনিকে। এরপর তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। তবে, প্লাতিনির সভাপতিত্বের মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। নতুন সভাপতি সেফেরিন দায়িত্ব পাচ্ছেন এই সময় পর্যন্তই।
 
উয়েফার সভাপতি হওয়ার পর সেফেরিন জানান, ‘প্রিয় বন্ধুরা, আমাকে সমর্থন দেবার জন্য সকলকে ধন্যবাদ। এটা আমার জন্য বিরাট গৌরবের সঙ্গে আমার জন্য বিশাল দায়িত্বের। এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি এবং আমার পরিবার সকলের কাছে কৃতজ্ঞ। এমন দায়িত্ব দেওয়ায় আমার পরিবার গর্বিত, আমার সুন্দর দেশ স্লোভেনিয়া গর্বিত। আশা রাখছি আপনারাও আমার জন্য গর্বিত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।