ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অলিম্পিক হিরোদের সঙ্গে দলে ফিরলেন সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
অলিম্পিক হিরোদের সঙ্গে দলে ফিরলেন সিলভা ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের ঘরে বিশ্বকাপ, বিশ্বমঞ্চের পর চিলিতে কোপা আমেরিকার আসর, এরপর আমেরিকার মাটিতে কোপা আমেরিকার শতবর্ষী আসর-কোনোটিতেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ব্রাজিল। তবে, রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর জন্য দুর্দান্ত খেলে চলেছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি।

নিজেদের মাটিতে বিশ্বকাপে থিয়েগো সিলভার নেতৃত্বে আর লুইস ফেলিপ স্কলারির অধীনে ব্রাজিল লজ্জাজনক বিদায় নেয়। এরপর ২০১৫ সালের কোপা আমেরিকাতে আরেক কোচ কার্লোস দুঙ্গার অধীনে প্যারাগুয়ের বিপক্ষে হেরে শেষ আটে বাদ পড়ে সেলেকাওরা। বাজে পারফর্ম আর নেতৃত্ব নিয়ে সমালোচনা উঠায় দুঙ্গা দল থেকে ছেঁটে ফেলেন সিলভাকে।

ততদিনে নেইমারের কাঁধে উঠে ব্রাজিলের নেতৃত্বভার। তার নেতৃত্বে সম্প্রতি ব্রাজিল তাদের অধরা স্বর্ণ জিততে পেরেছে অলিম্পিকের আসরে। নতুন কোচ হিসেবে ব্রাজিল ফেডারেশন দায়িত্ব দিয়েছেন তিতেকে। আর নতুন এই কোচ আবারও জাতীয় দলে ডেকে পাঠিয়েছেন ব্রাজিলের সেরা ডিফেন্ডার পিএসজির দলপতি সিলভাকে। দলে ফিরেছেন ইনজুরিতে থাকা চেলসির তারকা অস্কার।

বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের গ্রুপে দুইয়ে রয়েছে ব্রাজিল। ইকুয়েডর আর কলম্বিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়েছে তিতের শিষ্যরা। কক্ষপথে ফেরা দলটি শীর্ষে থাকা উরুগুয়ের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য কিছুটা আগেভাগেই দল ঘোষণা করেছেন তিতে। নেইমার-সিলভার সঙ্গে দলে আছেন অলিম্পিকের নায়করা, আছেন অভিজ্ঞ তারকারা।

আগামী ৭ অক্টোবর নিজেদের মাঠ নাটালে বলিভিয়ার বিপক্ষে এবং তিন দিন পর মাদেইরায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, মুরালহা, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানি আলভেস, মিরান্ডা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, জিল, ফ্যাগনার, মার্সেলো, ফিলিপে লুইস।
মিডফিল্ডার: কাসেমিরো, রেনাতো আগুস্তো, পাওলিনহো, অস্কার, উইলিয়ান, ফার্নানদিনহো, লুকাস লিমা, গুইলিয়ানো, ফিলিপে কুতিনহো।
ফরোয়ার্ড: নেইমার, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনহো, গ্যাব্রিয়েল জেসুস।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।