ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-রোনালদো বিতর্কে পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
মেসি-রোনালদো বিতর্কে পেলে ছবি: সংগৃহীত

ঢাকা: গত আট বছর ধরে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ফিফা ব্যালন ডি’অর ট্রফি মেসি-রোনালদোর দখলে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না! দু’জনকেই সর্বকালের সেরাদের কাতারে রাখছেন ভক্ত-সমর্থকরা।

কিন্তু দু’জনের মধ্যে কে সেরা এই বিতর্কের যেন অন্ত নেই। কেউ বলছেন লিওনেল মেসিই বিশ্বসেরা, কেউবা রিয়াল মাদ্রিদ তারকাকে এগিয়ে রাখছেন।

ব্যালন ডি’অর ও ক্লাব ট্রফিতে আর্জেন্টাইন আইকনের আধিপত্য স্পষ্ট। তবে চমৎকার একটি মৌসুমই পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও পর্তুগালের জার্সিতে ২০১৬ ইউরো। সবদিক থেকেই ছাড়িয়ে গেছেন বার্সেলোনার প্রাণভোমরাকে। আগামী বছরের শুরুতে নিজের চতুর্থ ব্যালন ডি’অর জেতার প্রত্যাশা করছেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড।

সে যাই হোক, ‘সর্বকালের সেরা’ ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পছন্দ কে হবেন? তিনবারের বিশ্বকাপ জয়ী মেসিকেই সেরা মানছেন, ‘রোনালদো একজন গ্রেট গোলস্কোরার, কিন্তু মেসিই সেরা। ’

‘বিভিন্ন নাম উল্লেখ করা হচ্ছে। আমি মনে করি, বিগত ১০ অথবা ১৫ বছরের হিসেবে সন্দেহাতীতভাবেই সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় মেসি। একজন পরিপূর্ণ খেলোয়াড় বিবেচনায় মেসিই সবার চেয়ে সেরা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ’-যোগ করেন পেলে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।