ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ভারতের মাটিতে কোয়ার্টারে বিকেএসপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, সেপ্টেম্বর ১৯, ২০১৬
ভারতের মাটিতে কোয়ার্টারে বিকেএসপি ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত কাপ অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৬ এর প্রথম রাউন্ডের শেষ খেলায় বিকেএসপি ৮-০ গোলের বিশাল ব্যবধানে টিএএফএস দলকে পরাজিত করেছে।

এর ফলে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি।

বিকেএসপি খেলার দুই অর্ধেই ৪টি করে মোট ৮টি গোল করে।

গোলদাতারা হলেন আলমান (১টি), মিন্টু (১টি), রাকিব (১টি), মোরসালিন (২টি), জীবন (২টি) ও তৌহিদুল (১টি)।

আগামীকাল কোয়ার্টার ফাইনালে বিকেএসপি মনিপুরের বিপক্ষে খেলবে।

উল্লেখ্য ১৮ সদস্য বিশিষ্ট দলটি গত ১১ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছে। টুর্নামেন্টে মোট ৩৫ টি দল ৮টি গ্রুপে অংশ নেয়। পুল- বি তে বিকেএসপি ছাড়াও ছিল সিকিম, পশ্চিম বাংলা, টাফস ও গোয়া প্রদেশ। বিকেএসপি দলের ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন উজ্জ্বল চক্রবর্তী ও হাসান আল মাসুদ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।