ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাস্কেটবলের কাউন্টডাউনে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বাস্কেটবলের কাউন্টডাউনে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: শিকাগো বুলসে সই করেছেন লিওনেল মেসি! হ্যাঁ, নতুন করে বাস্কেটবল প্রীতির জানান দিয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা। ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে আর্জেন্টাইন তারকাকে পাশে পেয়েছে আমেরিকার প্রফেশনাল বাস্কেটবল টিম শিকাগো বুলস।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে মেসির একটি ছবি পোস্ট করেছে তারা। যেখানে নিজের নামে বুলসের ১০ নম্বর জার্সি হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

নতুন মৌসুমে বুলসের প্রথম ম্যাচের আগে দশদিনের কাউন্টডাউন বা ক্ষণগণনা শুরু হয় মেসির হাত ধরে। ১০ নম্বর জার্সির মাধ্যমেই তা তুলে ধরা হয়। ছবির ক্যাপশনে লেখা, ‘বুলসের ওপেনিং নাইটের মাত্র ১০ দিন বাকি তা কী উল্লেখ করেছিলাম?’

এর আগে বুলসের জার্সি গায়ে নিজের পোষা কুকুর নিয়ে সেখানকার রাস্তায় হাঁটার ছবি প্রকাশ পায়। এবার একেবারে ‘অফিসিয়ালি’ নিজের ‘মেসি ১০’ জার্সি হাতে পোজ দিলেন মেসি। যেন বাস্কেটবল টিমের হয়ে চুক্তি সই করেছেন!

মেসিভক্তরাও কম যায় না! বিভিন্ন মন্তব্য ছবিকেও ছাপিয়ে যায়। অনেকেই মেসিকে গ্রহের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন এবং প্রিয় তারকার কিছু সেরা মুহূর্তের ভিডিও জুড়ে দেন। অনেকেই আবার মেসিকে শিকাগো বুলস ও বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের সঙ্গেও তুলনা করেন।

এদিকে, ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর হাইভোল্টেজ ম্যাচে চোখ রাখছেন মেসি। বুধবার (১৯ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।