ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

জেলা প্রশাসক জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারু হোসেন ও অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বক্তব্য দেন।

উদ্বোধনী খেলায় বালক দলের চিলাহাটী এমই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।

বালিকা দলের খেলায় সৈয়দপুর উপজেলার আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ডিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।

উল্লেখ্য, এবার জেলা পর্যায়ের খেলায় ৬টি উপজেলার ১২টি দল (বালক এবং বালিকা) অংশগ্রহণ করছে। আগামী ২৮ অক্টোবর জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।