ঢাকা: শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। চারদিকে জোর গুঞ্জন, সার্জিও আগুয়েরোর ওপর কী তাহলে আস্থা হারিয়ে ফেলেছেন পেপ গার্দিওলা? ইংলিশ লিগ পাড়ায় আর্জেন্টাইন তারকার ক্লাব ছাড়ারও গুজব রটেছে।
স্প্যানিশ ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, ম্যানচেস্টার সিটি আগুয়েরোকে ছাড়ার দরজা খুললেই তাকে দলে ভেড়াতে প্রস্তুত অপর তিন ইংলিশ জায়ান্ট চেলসি, আর্সেনাল ও টটেনহাম।
সম্প্রতি এভারটনের বিপক্ষে লিগ ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মাঠে আগুয়েরোকে শুরুর একাদশে না রেখে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন কোচ গার্দিওলা। সবশেষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপ ডার্বি ম্যাচেও একই পরিস্থিতির মুখোমুখি হন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।
সূত্রমতে, শেষ পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামকে বিদায় জানালে আগুয়েরোকে দলে টানতে সর্বোচ্চ চেষ্টা করবে চেলসি। কিন্তু দলবদলের বাজারে ব্লুজদের দুই ক্যাপিটাল (লন্ডন) প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও টটেনহামও নাকি বসে থাকবে না!
অ্যাতলেতিকো মাদ্রিদে পাঁচ মৌসুম কাটিয়ে ২০১১ সালে ইংল্যান্ডে পাড়ি জমান আগুয়েরো। সিটিজেনদের জার্সিতে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৪৭ বার।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআরএম