ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

রোনালদোকে ছাপিয়ে এক দশকের সেরা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, নভেম্বর ১৬, ২০১৬
রোনালদোকে ছাপিয়ে এক দশকের সেরা মেসি ছবি: সংগৃহীত

২০১৬ ব্যালন ডি’অর ট্রফি (বর্ষসেরার পুরস্কার) চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই দেখছেন ফুটবলবোদ্ধারা। পিছিয়ে নেই লিওনেল মেসিও! ব্যক্তিগত অ্যাওয়ার্ড অর্জনে সেরা প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা। রোনালদোকে ছাপিয়ে গত ১০ বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি।

ঢাকা: ২০১৬ ব্যালন ডি’অর ট্রফি (বর্ষসেরার পুরস্কার) চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই দেখছেন ফুটবলবোদ্ধারা। পিছিয়ে নেই লিওনেল মেসিও! ব্যক্তিগত অ্যাওয়ার্ড অর্জনে সেরা প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা।

রোনালদোকে ছাপিয়ে গত ১০ বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি।

গত এক দশকের সেরা খেলোয়াড় বাছাইয়ে একটি ভোটিং পোল খোলে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোল ডট কম’। প্রায় অর্ধেক পাঠকের চোখে মেসিই সেরা। অথচ, দু’দিন আগেই এ বছরের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড ‘গোল ৫০’ জেতেন রোনালদো।

পুরো বিশ্ব থেকে ২৭ হাজারেরও বেশি ভোট পড়ে। যার ৪৯ শতাংশই (১২,৮০০) যায় চারবারের বিশ্বসেরা মেসির বাক্সে। ৩৯ শতাংশ ভোট (১০,২৩৪) নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ অধিনায়ক।

আন্দ্রেস ইনিয়েস্তা ও জ্লাতান ইব্রাহিমোভিচ দু’জনই ৩ শতাংশ ভোট পান। কিন্তু, ৮৫১ ভোট পাওয়ায় তৃতীয় স্থান স্প্যানিশ তারকার দখলে। সুইডিশ স্ট্রাইকারকে বেছে নেন ৬৯৩ জন।

সেরা দশের অন্য ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রত্যেকেই ১ শতাংশ হারে ভোট পেয়েছেন। সাবেক বার্সা সুপারস্টার জাভি হার্নান্দেজকে (৩৪০) ৩৯ ভোটে হারিয়ে পঞ্চম স্থানে রিয়াল দলপতি সার্জিও রামোস (৩৭৯)।

সাত নম্বর পজিশন নিয়ে লড়াইটা জমেছে বেশ। বায়ার্ন মিউনিখের অারিয়েন রোবেন (২১৬) ও থমাস মুলারের (২১৪) চেয়ে যথাক্রমে ১২ ও ১৪ ভোটে এগিয়ে থাকেন ‘আগামীর বিশ্বসেরা’ নেইমার (২২৮)।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।