ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রেকর্ডের হাতছানিতে রোনালদো, থাকছে ‘অ্যাতলেতিকো ফাঁস’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
রেকর্ডের হাতছানিতে রোনালদো, থাকছে ‘অ্যাতলেতিকো ফাঁস’ ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগার রাতের ম্যাচে মাঠের লড়াইয়ে নামছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ‘মাদ্রিদ ডার্বি ম্যাচ’ নিয়ে হইচই পড়ে গেছে আরও আগে থেকেই।

ঢাকা: স্প্যানিশ লা লিগার রাতের ম্যাচে মাঠের লড়াইয়ে নামছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ‘মাদ্রিদ ডার্বি ম্যাচ’ নিয়ে হইচই পড়ে গেছে আরও আগে থেকেই।

এই ম্যাচের মধ্যদিয়ে রিয়ালের প্রাণভোমরা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক রেকর্ড গড়ে ফেলতে পারেন।

শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটায় অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে আতিথ্য নেবে জিনেদিন জিদানের শিষ্যরা। ভিসেন্তে কালদেরনের এটিই হতে যাচ্ছে শেষ মাদ্রিদ ডার্বি। আগামী মৌসুম থেকে নতুন মাঠ লা পিয়েনেতায় চলে যাবে অ্যাতলেতিকো মাদ্রিদ।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রোনালদো। রিয়ালের হয়ে খেলা সবশেষ ৫ ম্যাচের চারটিতেই গোল পাননি তিনি। তার সামনে এই ম্যাচে থাকছে রেকর্ডের হাতছানি। অ্যাতলেতিকোর বিপক্ষে আর মাত্র দুটি গোল করলেই নগর প্রতিবেশীদের বিপক্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। অ্যাতলেতিকোর বিপক্ষে এ পর্যন্ত রিয়ালের হয়ে সর্বোচ্চ ১৭টি করে গোল করেছেন আলফ্রেডো ডি স্তেফানো ও সান্তিয়াগো বার্নাব্যু। অ্যাতলেতিকোর বিপক্ষে ২৫ ম্যাচে ১৫ গোল করেছেন রোনালদো।

তবে, মাঠে নামার আগে লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে কিছুটা অস্বস্তি নিয়েই থাকবে রিয়াল। লিগের শেষ ৬ ম্যাচের একটিতেও জেতেনি রিয়াল; চারটিতে হেরেছে তারা ও দুটি ম্যাচ ড্র হয়েছে। অবশ্য এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই শিরোপা নিশ্চিত করে রিয়াল।

চলতি মৌসুমে ১৫ ম্যাচে মাত্র ৯ গোল খাওয়া দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো নিজেদের প্রিয় মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে ‘শেষ কালদেরন ডার্বি’টা জিততে মরিয়া। এদিকে, জিদানের দলও চাইবে লা লিগায় অ্যাতলেতিকো ‘ফাঁস’ খুলতে। লিগে ২০১৩ সালের পর অ্যাতলেতিকোকে হারাতে পারেনি রিয়াল।

অ্যাতলেতিকোর হয়ে অনুশীলনে ফিরেছেন দলের সেরা তারকা অ্যান্তোতি গ্রিজমান। এদিকে, রিয়ালের হয়ে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মিডফিল্ডার কাসিমেরো। তবে, চোট কাটিয়ে ফিরতে পারেন টনি ক্রুস। দলের অনুশীলনে যোগ দিয়েছেন করিম বেনজেমা এবং সার্জিও রামোস।

নিজেদের সবশেষ ৫ ম্যাচের তিনটিতে জিতেছে অ্যাতলেতিকো আর চারটিতে জিতেছে রিয়াল। দুটি ম্যাচে সিমিওন শিষ্যরা হারলেও জিদার শিষ্যরা এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে। সব ধরনের প্রতিযোগিতায় মুখোমুখি দেখায় দুই দলের সবশেষ ৫ ম্যাচের দুটিতে জিতেছে রিয়াল আর একটিতে জিতেছে অ্যাতলেতিকো। বাকি দুটি ম্যাচ ড্র হয়।

১১ ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ সর্বোচ্চ ২৭ পয়েন্ট। ১১ ম্যাচ খেলা বার্সার সংগ্রহ ২৫ পয়েন্ট, অবস্থান দুইয়ে। তিন নম্বরে থাকা ভিয়ারিয়াল সংগ্রহ করেছে ২২ পয়েন্ট। আর দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোর সংগ্রহ ২১ পয়েন্ট, অবস্থান চার নম্বরে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।