ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মৌসুম শেষ বার্সার ভিদালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৭, ফেব্রুয়ারি ১২, ২০১৭
মৌসুম শেষ বার্সার ভিদালের মৌসুম শেষ বার্সার ভিদালের-ছবি:সংগৃহীত

ভয়ঙ্কর অ্যাঙ্কেল ইনজুরিতে চলতি মৌসুমের আর মাঠে নামতে পারবেন না বার্সেলোনার ডিফেন্ডার অ্যালেক্স ভিদাল। এমনটিই নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। শনিবার রাতে আলাভেসের বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে ৮৭ মিনিটে বাজে ট্যাকেলের শিকার হন তিনি।

স্তাদিও ডি মেনডিজোরোজাতে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ফুটবলার হার্নান্দেজ বাজে ট্যাকেল করলে অ্যাঙ্কেলে চোট পান ভিদাল। অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুতই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে লুইস সুয়ারেজের করা ম্যাচের প্রথম গোলে অ্যাসিস্ট করেছিলেন ভিদাল।

এক বিবৃতিতে বার্সা জানায়, ভিদাল অ্যাঙ্কেলে খারাপ ভাবে চোট পেয়েছে। তার সেরে উঠতে পাঁচ মাস লাগবে। ফলে ২০১৭-১৮ মৌসুমের আগে তিনি আর ফিরতে পারছে না।

২৭ বছর বয়সী এ তারকা চলতি মৌসুমে দলের হয়ে দুটি গোল করেছেন। আর রাইটব্যাক হিসেবে বেশ সুনামও কুড়িয়েছেন। তবে এবারের ইনজুরি তাকে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে ছিটকে দিল।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।